গুজরাটে ৫০০ জনকে নিয়ে হঠাৎ ছিড়ে পড়লো ঝুলন্ত সেতু, নিহত ৪০

|

গুজরাটে ছিড়ে যাওয়া ঝুলন্ত সেতু

ভারতের গুজরাটে হঠাৎ ছিড়ে পড়েছে সদ্য মেরামত করা একটি ঝুলন্ত সেতু। এ সময় সেতুটিতে প্রায় ৫০০ জন মানুষ ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে দ্য হিন্দুর একটি প্রতিবেদনে। এই প্রতিবেদন লেখা পর্যন্তও ওই সেতুতে আটকে আছে প্রায় শতাধিক মানুষ।

রোববার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গত ২৬ অক্টোবরই মেরামত করা হয় মোরবি নামের ওই সেতুটি। এটি ওই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু।

এদিকে, রোববার গুজরাটেই অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। একই সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেয়া হবে বলে জানানো হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply