ইন্দোনেশিয়ায় কিডনি রোগে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৭

|

কিডনি জটিলতায় ইন্দোনেশিয়ায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও শতাধিক শিশু। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ইন্দোনেশিয়ায় বাড়তে থাকে শিশুদের কিডনির রোগ। এ ঘটনায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সিরাপ ও তরল ওষুধ। শিশু মৃত্যুর কারণ জানতে চলছে তদন্ত। তবে আশঙ্কা করা হচ্ছে আফ্রিকার দেশ গাম্বিয়ার মতো বিষাক্ত সিরাপের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে এই শিশুদের। যার কারণে কড়াকড়ি আরোপ করা হয়েছে সিরাপ আমদানি, বাজারজাত এবং সরবরাহে।

কর্তৃপক্ষ আরও বলছে, প্যারাসিটামল জাতীয় সিরাপ সেবনের পরই অসুস্থ হয়ে পড়ে এসব শিশু। সম্প্রতি আফ্রিকার দেশ গাম্বিয়ায় কিডনি জটিলতায় প্রাণ যায় ৭০ শিশুর। যার জন্য দায়ী করা হয় বিষাক্ত কফ সিরাপকে। ভারতীয় প্রতিষ্ঠান মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপের মধ্যে অতিরিক্ত মাত্রায় ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া যায়। এ নিয়ে সতর্কতা জারি করে জাতিসংঘও।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply