পদশূন্য রেখেই ক্ষমতা ছাড়লেন লেবাননের প্রেসিডেন্ট

|

পদশূন্য রেখেই ক্ষমতা ছাড়লেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই এলো তার পদত্যাগের ঘোষণা। খবর এপির।

গতকাল রোববার (৩০ অক্টোবর) সরকারি বাসভবন ছেড়েছেন ৮৯ বছর বয়সী মিশেল আউন। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর এবং চরম রাজনৈতিক সংকটে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ের মধ্যে দেশটিতে বড় ধরনের কয়েকটি আন্দোলন সামাল দিতে হয়েছিল তাকে।

মিশেলের উত্তরসূরি কে হচ্ছেন, সেটা এখনও জানায়নি সরকার। বর্তমানে একটি তত্বাবধায়ক সরকার লেবানন পরিচালনা করছে। গেলো ছয় মাস ধরে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এখনও স্থিতিশীলতা ফেরেনি দেশটিতে।

মিশেল আউন ২০১৬ সালে লেবাননের প্রেসিডেন্ট পদে বসেন। দায়িত্ব পেয়ে সে সময় সুন্নি রাজনীতিক সাদ আল-হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়েছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply