হাইকোর্টে রাজবাড়ীর সেই মহিলা দল নেত্রীর জামিন

|

জামিন পেয়েছেন রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩১ অক্টোবর) সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

চলতি মাসের ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় তাকে গ্রেফতার করা হয়। এই অভিযোগে ৫ অক্টোবর বিএনপি নেত্রী স্মৃতিকে আদালতে তোলা হয়। তখন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply