ভারতের গুজরাটে মোরবী সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ এ। তবে ওই দিন উড়িষ্যাতেও ঘটে একই ঘটনা। ব্যস্ত সময়ে উড়িষ্যার একটি শতবর্ষ পুরনো সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও দুটি গাড়ি আটকে পড়ে ভেঙে পড়া ওই সেতুর অংশে। খবর আনন্দবাজার পত্রিকার।
রোববার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে উড়িষ্যার লাহান্ডি জেলায় ভাগীরথী পার্কের কাছে ভবানীপটনা এলাকার ওই সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুর ওপর থাকা দুটি গাড়িও নিচে পড়ে যায়। তবে সেতুটির উচ্চতা খুব বেশি না হওয়ায় এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তাৎক্ষণিকভাবে পুলিশ গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে।
এ সেতুটি তৈরি করা হয়েছিল ১৯২৫ সালে। উড়িষ্যার ভবানীপটনা, থুয়ামুল রামপুর এবং কাশীপুর এলাকার মধ্যে সংযোগকারী সেতুটির দৈর্ঘ্য ছিল ৪০ মিটার। ৯৭ বছর বয়সী এ সেতু ভেঙে পড়ার ফলে রোববার ওই স্থানে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।
সেতুটি কেনো ভেঙে পড়লো এ নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সেতুর বদলে একটি নতুন সেতু নির্মাণ করা হবে বলেও জানানো হয়েছে।
এসজেড/
Leave a reply