Site icon Jamuna Television

গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে ব্রিজের সংস্কার কাজের জড়িত ‘ওরেভা’ প্রতিষ্ঠানকে। খবর এপির।

প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, গেলো মার্চে কোনো টেন্ডার ছাড়াই ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে সেতু সংস্কারের কাজ দেয় মোরবি পৌর প্রশাসন। দুই কোটি রূপি বরাদ্দ থাকলেও ব্রিজের শতবর্ষী পুরনো বহু ধাতব ও কাঠের পাটাতন পাল্টানো হয়নি। সে কারণেই অতিরিক্ত মানুষের ভার বহন করতে পারেনি সেতুটি। ভেঙে পরে মোচ্ছু নদীতে।

দুর্ঘটনার পরপরই প্রতিষ্ঠানের ওপর সব দায় চাপায় সরকার। অভিযোগ, সেতুটি পুনরায় খোলার আগে প্রশাসনিক কোনো অনুমতি নেয়নি ওরেভা। এমনকি জমা দেয়নি ফিটনেস সার্টিফিকেট। গত রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হওয়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন; যাদের মাঝে রয়েছে ৪৭টি শিশু। এখনও নিখোঁজ অনেকে। তাদের সন্ধানে চলছে যৌথ বাহিনীর তল্লাশি।

/এমএন

Exit mobile version