সিউল হ্যালোইন ট্র্যাজেডি: ভিড় নিয়ন্ত্রণে ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

|

সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান ইয়ুন হি কিউন।

সিউলে হ্যালোইন উৎসবে জমায়েত হওয়া ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এমন তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান। জানান, এমন গুরুতর পরিস্থিতিতে পুলিশের যে রেসপন্স; সেটিও যথেষ্ট ছিল না। খবর বিবিসির।

ইটাইওনে পদদলিত হয়ে দেড় শতাধিক নিহতের ঘটনার বিষয়ে মঙ্গলবার (১ নভেম্বর) দেয়া এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান ইয়ুন হি কিউন এসব মন্তব্য করেন।

হ্যালোইনে ঘটা মর্মান্তিক ওই ঘটনায় পুলিশ বাহিনীর কার্যক্রম হতাশাজনক বলে আখ্যা দেন দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান। সেই সাথে জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের চরম দায়িত্বজ্ঞানহীনতা রয়েছে বলেও জানান তিনি। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান তিনি।

পুলিশ প্রধান জানান, পদদলিত হবার ঘটনার আগে পূর্ব-সতর্কতা পেয়েছিল নিরাপত্তা বাহিনী। তা সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান ইয়ুন হি কিউন বলেন, উদ্বেগজনক পরিস্থিতি দেখে ঘটনার ঠিক আগমুহূর্তে পুলিশের জরুরি সেবায় ১১২টি কল এসেছিলো। বিপুল মানুষের উপস্থিতি নিয়ে সতর্ক করেছিলেন তারা। জরুরি পদক্ষেপ নেয়ার সময় হলো না। সংস্থার প্রধান হিসেবে এ ঘটনার দায় অবশ্যই আমার ওপর বর্তায়। পুলিশ বাহিনীর দায়িত্বে অবহেলা ছিল কিনা তা নিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত হচ্ছে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর দক্ষিণ কোরিয়ায় এবার বৃহৎ পরিসরে পালিত হয়েছে হ্যালোইন। অতিরিক্ত মানুষের চাপে পদদলিত হয়ে দেড় শতাধিক নিহতের ঘটনায় আনন্দের এ উৎসব রূপ নেয় বিষাদে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply