Site icon Jamuna Television

আমরা বিশ্বকাপ জিততে আসিনি, এই ম্যাচ জিতলে সেটাই হবে অঘটন: সাকিব

বাংলাদেশ-ভারত ম্যাচে রোহিত শর্মাদেরই ফেভারিট হিসেবে মেনে নিয়ে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আমরা বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা জিতলে সেটাই হবে অঘটন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ টু’র খেলায় বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যাডিলেডে বাংলাদেশে সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে ম্যাচের আগেরদিন অনুশীলন করেনি টাইগার’রা। শেষ চার নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। ভারত ম্যাচের আগে রোহিত শর্মাদের এগিয়ে রাখছেন অধিনায়ক সাকিব আল হাসান। জানান, দলটির বিপক্ষে জয় তুলে অঘটনের জন্ম দিয়ে এগিয়ে যাওয়ার কথা।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ভারত এখানে ফেভারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা বিশ্বকাপ জিততে আসিনি। আর আমরা ফেভারিটও নই। আমরা খুব ভালো করেই জানি, এই ম্যাচে যদি আমরা জয় লাভ করি তবে সেটা হবে অঘটন। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেই অঘটন ঘটানোর চেষ্টা করবো।

দু’দলের সমান ৪ পয়েন্ট থাকলেও টাইগারদের থেকে রানরেটে এগিয়ে আছে রোহিত শর্মার দল। দক্ষিণ আফ্রিকার সাথে হেরে শীর্ষস্থান থেকে নিচে নেমে যায় তারা। তাই সেমির পথ মসৃণ করতে হলে জয় ছাড়া বিকল্প নেই ভারতের সামনেও। তবে অ্যাডিলেডে প্রবল বৃষ্টির সম্ভাবনা ভাসিয়ে দিতে পারে ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তেজনা।

/এম ই

Exit mobile version