খুলনা ব্যুরো:
খুলনায় একটি নামসর্বস্ব গোডাউন থেকে সরকারি বরাদ্দকৃত ওএমএসের ১৪ মেট্রিক টন চাল উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে খুলনা নগরীর বড় বাজারের একটি গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়। এ সময় গোডাউনের মালিক নাদিম আহমেদ ও কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়। উদ্ধার হওয়া চালের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ এর প্রধান লে. কর্নেল মোশতাক আহমেদ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি বরাদ্দকৃত ওএমএসের চাল গোপনে বাজারে বিক্রি করে আসছে। বিভিন্ন মাধ্যমে খবরের ভিত্তিতে বড় বাজারের গোডাউনে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়। তারা কীভাবে এসব চাল বিক্রি করছে, কারা তাদেরকে সরকারি চাল পাইয়ে দিতে সহায়তা করছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে
ইউএইচ/
Leave a reply