গ্রিসে অভিবাসী বোঝাই নৌকাডুবি, নিখোঁজ অর্ধশতাধিক

|

ছবি: সংগৃহীত

ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে গ্রিস উপকূলে অভিবাসী বোঝাই নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বহু মানুষ নিখোঁজ হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিখোঁজ অভিবাসীদের খুঁজতে বড় ধরনের উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে গ্রিস কর্তৃপক্ষ।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, তারা নয়জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের সবাই পুরুষ। বেঁচে যাওয়া ব্যক্তিরা কর্তৃপক্ষকে জানিয়েছে, পালতোলা নৌকাটি ডুবে যাওয়ার সময় সেটিতে প্রায় ৬৮ জন লোক ছিল। তারা প্রাথমিকভাবে তুরস্কের উপকূলে ইজমির থেকে যাত্রা করেছিল।

কোস্টগার্ড জানিয়েছে, বৈরি আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। যেখানে নৌকাটি ডুবে গেছে সেটি ইভিয়া এবং অ্যান্ড্রোস দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত কাফিরিয়া প্রণালী। সমুদ্রের ওই অংশ খুবই বিপজ্জনক।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply