ভারতকে ফেভারিট ভাবছেন সাকিব, ভিন্নমত দ্রাবিড়ের

|

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাকিব।

সেমিফাইনালে যাবার সমীকরণে টিকে থাকতে কাল অ্যাডিলেডে শক্তিশালী ভারতের মুখােমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে ভারতকে ফেভারিট বলছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। তবে, অঘটনের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও এক্ষেত্রে ভিন্ন মত ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

এই রোদ আবার এই ঝুম বৃষ্টি। অ্যাডিলেডে গত কয়েক দিন ধরেই চলছে এমন আবহাওয়া। আশঙ্কা, বাংলাদেশ-ভারত ম্যাচেও বাগড়া দেবে বৃষ্টি। সকাল থেকে আবহাওয়া ভালো থাকলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হবে সন্ধ্যায়। মানে, ঠিক ম্যাচের সময়ে।

ভারতের বিপক্ষে কঠিন ম্যাচের আগের দিন বৃষ্টির কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হয়েছিলো বাংলাদেশ দলকে। তবে হোটেলের জিম সেশনে ঘাম ঝরিয়ে নিজেদের প্রস্তুত করেছে ক্রিকেটাররা। লিটন, মোসাদ্দেক, রাব্বিসহ দলের সবাইকে নিয়ে কাজ করেছেন ট্রেইনার। সেই সাথে ছিলো পুল সেশনও। তবে হোটেল থেকে অ্যাডিলেড ওভালে এসে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন ম্যাচে তার দলের লক্ষ্যের কথা।

সাকিব বলেন, সামনের দুই ম্যাচের কোনোটা যদি জিততে পারি তাহলে সেটা আপসেট হবে। তবে কেনো জিততে পারবো না? এই ওয়ার্ল্ডকাপেই আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। এরকম একটা রেজাল্ট হলে অবশ্যই আমরা খুশি হবো।

সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনের পর কিছু সময়ের জন্য রোদ উঠলে তোলা হয়েছিলো উইকেটের কাভার। পিচে ঘাস আছে, আছে আদ্রতাও। তাইতো সাকিব বলছেন উইকেট নিয়ে অনিশ্চয়তার কথা।

সাকিব বলেন, বৃষ্টি হচ্ছে। কেউই উইকেট দেখে নাই। তাই বলা মুশকিল। আবার দেখলেও যে বলা যাবে পিচ কেমন তা-ও না। খেলা শুরু হওয়া পর্যন্ত এটা কারো পক্ষে বলা সম্ভব না।

তবে রাহুল দ্রাবিড় আবার একমত নন সাকিবের সাথে। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, আমরা তাদের অনেক সমীহ করি। তারা খুব ভালো দল। এই বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে কোন দলকেই হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। এই আসরে অনেক খেলায় এমন দেখলাম।

টুর্নামেন্টে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে দুটি জয় পেলেও শুরু থেকে ছিল ৫ স্পেশালিস্ট বোলার না খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা। ভিরাট কোহলি, সুরিয়া কুমার ইয়াদবদের নিয়ে দারুণ এক ভারতীয় ব্যাটিং লাইন আপের বিপক্ষেও, বাংলাদেশ একাদশে মাত্র ৪ স্পেশালিস্ট বোলার রাখার ইঙ্গিত দিয়েছেন সাকিব।

সাকিব বলেন, রেকর্ড যেটা বলে যে-মোসাদ্দেক এক সিরিজে জিম্বাবুয়ের সাথে ৫ উইকেট পেয়েছে। এখন তাকে যদি অকেশনাল বোলার মনে করেন কেউ তাহলে সেটা নিশ্চয়ই ভুল।

বাংলাদেশ দল অনুশীলন না করলেও ঠিকই অ্যকডিলেইডে ঐচ্ছিক সেশন ছিলো টিম ইন্ডিয়ার। যেখানে অধিনায়ক রোহিত শর্মা সহ, ভিরাট কোহলি, অশ্বিন, কার্তিক, লোকেশ রুহুল সহ উপস্থিত ছিলেন প্রায় সব ক্রিকেটার। তবে বৃষ্টি বাধা দিয়েছে সে সেশনেও।

মাঠে ভারতের বিরুদ্ধে জেতার আগে খেলোয়াড়দের জিততে হবে মানসিক লড়াইয়ের যুদ্ধেও। ভারতের বিপক্ষের এ ম্যাচটিকে আর অন্য দশটি ম্যাচের মতো ভেবে নিজেদের সেরাটা দিতে পারলে ভারতবধ অবশ্যই সম্ভব।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply