জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ভোরের পাতার সম্পাদক এরতেজা গ্রেফতার

|

জালিয়াতি ও প্রতারণার মামলায় সম্পৃক্ততার অভিযোগে এফবিসিসিআইয়ের পরিচালক ও দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক কাজী এরতেজা হাসানকে মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর থেকে গ্রেফতার করেছে পিবিআই।

খিলক্ষেত থানায় গত ১০ জানুয়ারি দায়ের করা একটি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে ড. এরতেজার নাম উঠে আসে। তার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এই মামলার এজাহারনামীয় আরও তিন আসামি হলো, নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

গত ১০ জানুয়ারি আবু ইউসুফ মো. পিবিআই’র হাতে গ্রেফতার হয়েছিলেন। সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে খিলক্ষেত থানায় মামলাটি করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply