সান্ত্বনার জয় নিয়ে বার্সার বিদায়

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত হয়ে ইউরোপা লিগে অবনমন ঘটেছিল আগেই। এবার সি গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের মাঠে ৪-২ গোলের সান্ত্বনার জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেন ফেরান তোরেস।

এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল রবার্ট লেভানদোভস্কিকে। একাদশে সুযোগ পেয়েছিলেন ফেরান তোরেস, আনসু ফাতি, পাবলো তোরে। ম্যাচের শুরুতেই মার্কোস আলোনসোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিটখানেক আগে ফেরান তোরেসের গোলে ২ গোলের লিড পায় কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে টমাস চোরির পেনাল্টি গোলে ম্যাচে ফিরে আসার সম্ভাবনা তৈরি করে ভিক্টোরিয়া প্লজেন। তবে তিন মিনিট পরেই ফেরান তোরেসের দ্বিতীয় গোলে ২ গোলের লিড পুনরুদ্ধার করে জাভির দল। ৬৩ মিনিটে টমাস চোরিও দ্বিতীয় গোল করলে উত্তেজনা ফিরে আসে ম্যাচে। তবে ৭৫ মিনিটে পাবলো তোরের লক্ষ্যভেদে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

আগেই ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সেলোনা প্রথম পর্ব শেষ করলো তৃতীয় হয়ে। ৬ ম্যাচে ২ ড্র ও ১ জয়ে তাদের পয়েন্ট ৭। পাশাপাশি সব ম্যাচেই হারের তেতো স্বাদ পাওয়া ভিক্টোরিয়া প্লজেনের মিশন শেষ হয়েছে তলানিতে থেকে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply