সংকটে কিয়েভ: পানি সরবরাহ স্বাভাবিক হলেও বিদ্যুতের পুনঃসংযোগ দেয়া যায়নি

|

রুশ হামলার প্রভাবে এখনও অন্ধকারাচ্ছন্ন ইউক্রেনের রাজধানী কিয়েভের বহু এলাকা। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) নাগাদ পানি সংকটের সমাধান করা গেলেও পুনঃসংযোগ দেয়া যায়নি বিদ্যুতের। খবর রয়টার্সের।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিশকো বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুতের উৎপাদন কম। সে কারণে বরাবরই থাকবে আংশিক লোডশেডিং। সেটি এলাকাভিত্তিক শিডিউলে ফেলেছে প্রশাসন, এমনটাও নিশ্চিত করেন তিনি।

গত সোমবার রাজধানী কিয়েভসহ খারকিভ-নিপ্রো-জাপোরিঝিয়ায় জোরালো বিমান হামলা চালায় রুশবহর। ছাড় পায়নি পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহরও।

জেলেনস্কি প্রশাসনের অভিযোগ, ১০টি অঞ্চলে ছোড়া হয়েছে শক্তিশালী মিসাইল ও ড্রোন। তাতে ১৮টি স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার বেশিরভাগই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর ফলে মারাত্মক সুপেয় পানির সংকটে ভোগেন কিয়েভের ৮০ শতাংশ বাসিন্দা। আর রাজধানীর দুই লাখ ৭০ হাজারের বেশি ঘরবাড়ি-স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply