Site icon Jamuna Television

শুরুর ধস কাটিয়ে সিকান্দার রাজার ব্যাটে লড়ছে জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ টুর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে।দাচদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে গেলেও সিকান্দার রাজা ও শন উইলিয়ামসের ব্যাটে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রেগ আরভিনের দলের সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেটে ৭৯ রান।

ডাচদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছন্দপতন হয় জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে। শুরু থেকে মিতব্যয়ী বোলিং জিম্বাবুয়ের ব্যাটারদের হাত খুলে খেলতে দেননি ফ্রেড ক্লাসেন। অন্যদিকে উইকেট তুলে নিয়েছেন ভ্যান মিকরেন ও ব্রেন্ডন গ্লোভার। ৯ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গেন ভ্যান মিকরেন। ব্যক্তিগত ৩ রানে গ্লোভারের শিকার হন ক্রেইগ আরভিন। বেশি সময় ক্রিজে টিকতে পারেননি রেজিস চাকাভাও। দলীয় ২০ রানে আউট হন এই ব্যাটার।

এরপর শন উইলিয়ামসকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। ২৩ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন শন উইলিয়ামস। মিল্টন শুম্বাও আউট হয়েছেন দ্রুতই। ২টি করে চার ও ছয়ে ১৭ বলে ২৮ রান নিয়ে ক্রিজে এখন আছেন সিকান্দার রাজা।

আরও পড়ুন: শ্রীরামের চোখে আফিফ বাংলাদেশের ম্যাক্সওয়েল

/এম ই

Exit mobile version