ভারতের বিপক্ষে পুরনো হিসেব মেটাতে পারবে বাংলাদেশ?

|

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হতে পারে পুরোনো হিসেব মিটিয়ে নেয়ার উপলক্ষ। বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে হারের ক্ষত এখনও তাজা লাল-সবুজ সমর্থকদের মনে। তবে, সামর্থ্যে ও ফর্মে অনেক এগিয়ে ভারতীয় দল; আর তাই শঙ্কাও আছে। দেখে নেয়া যাক, দু’দলের কিছু পুরনো লড়াইয়ের পরিসংখ্যান।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে রুবেলের বলে প্যাভিলিয়নে ফিরছিলেন রোহিত শর্মা। আম্পায়ারের নো বলের কলে ২২ গজে ফিরে ঝড় তুলেছিলেন রোহিত। সেই সিদ্ধান্ত আজও মেনে নিতে পারেনি টাইগার সমর্থকরা। বাংলাদেশ-ভারত ম্যাচে উত্তেজনার পারদ ঊর্দ্ধগামী হওয়ার শুরুটা এখান থেকেই।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া সেই ম্যাচের আক্ষেপ এখনও তাজা সমর্থকদের মনে। শেষ ওভারে ১১ রানের সমীকরণ দুই চারে সহজ করেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি মুশফিক-মাহমুদউল্লাহরা। উল্টো, উইনিং শট খেলতে গিয়ে দুই বলে দুই সেট ব্যাটার সাজঘরে ফেরায় ৩ বলে ২ রানের সমীকরণও পুরণ করতে পারেনি বাংলাদেশ।

২০১৮ সালে প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনালে বড় সংগ্রহ গড়েও জয় নিয়ে ফেরা হয়নি টাইগারদের। লোকেশ রাহুলের অসাধারণ ব্যাটিংয়ে শেষ বলে জয় তুলে নিয়েছিল ভারত। বেড়েছিল টাইগার সমর্থকদের বুকের ক্ষত।

৫ মাস পরেই আবারও বাংলাদেশের জন্য উপলক্ষ হয়ে আসে এশিয়া কাপের ফাইনাল। প্রতিপক্ষ আবারও ভারত, আবারও টাইগার সমর্থকদের হৃদয় ভাঙে শেষ বলে। দীনেশ কার্তিকের অতি মানবীয় ব্যাটিংয়ে হৃদয় ভাঙার পালাটা হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর। তবে, এর অবসান ঘটবে অ্যাডিলেডে; সাকিব আল হাসানদের নিয়ে এমন প্রত্যাশায় আছেন সমর্থকরা।

আরও পড়ুন: শ্রীরামের চোখে আফিফ বাংলাদেশের ম্যাক্সওয়েল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply