রাহুলের ঝড় থামালেন সাকিব

|

ছবি: সংগৃহীত

দলে কেএল রাহুলের জায়গা নিয়ে প্রশ্ন ছিল। তবে বাংলাদেশের বিরুদ্ধে দারুণ এক অর্ধশতকে বিতর্ক থামিয়েছেন এই ওপেনার। আর অর্ধশতকের পর রাহুলকে ফিরিয়ে টাইগারদের লড়াইয়ে ফিরিয়েছেন সাকিব আল হাসান।

অ্যাডিলেডে বাংলাদেশ-ভারত ম্যাচের প্রথম অধ্যায়ের নায়ক নিঃসন্দেহে তাসকিন আহমেদ। এই প্সারের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলসে বন্দি থাকতে বাধ্য হয়েছেন রাহুল-রোহিতরা। চার ওভারের টানা স্পেলে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি। হাসান মাহমুদ যদি রোহিত শর্মার ক্যাচ মিস না করতেন তবে উইকেটশূন্য থাকতে হতো না তাসকিনকে।

তবে এই ডানহাতি পেসারের কোটা শেষ হওয়ার পরই শরীফুল-তাসকিনদের ওপর চড়াও হন রাহুল। সাথে ভিরাট কোহলিও অ্যাঙ্করিং চালিয়ে যান। তবে সাকিবের বলে স্কুপ করতে গিয়ে মোস্তাফিজের ক্যাচে পরিণত হয়ে থামে কেএল রাহুলের ৩২ বলে ৫০ রানের ইনিংস।

ক্রিজে এখন আছেন ভিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ছিল ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯২ রান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply