মাঝের ওভারে ৩ উইকেট নেই ভারতের, লড়ছেন কোহলি

|

ছবি: সংগৃহীত

মাঝের ওভারগুলোয় ঝড় তুলবেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা; এমনটিই হয়তো আশা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সূর্য কিছুটা প্রত্যাশা মেটাতে পারলেন হার্দিক পান্ডিয়া ফিরে গেছেন দ্রুতই। সাকিব ও হাসান মাহমুদের জোড়া শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন এই দুই ব্যাটার।

কেএল রাহুলের পর ঝড় তুলেছিলেন সূর্যকুমার। আগের ব্যাটারের মতোই সূর্যকেও আউট ঙ্করেছেন অধিনায়ক সাকিব। তবে এবার পরিষ্কারভাবে বোল্ড করেছেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ৩০ রান করেছেন সূর্যকুমার।

হার্দিক পান্ডিয়া অবশ্য বিভ্রান্ত হয়েছেন হাসান মাহমুদের বাউন্সারে। তবে একপ্রান্ত আগলে রেখে ৩৭ বলে অর্ধশতক তুলে নিয়েছেন ভিরাট কোহলি। ভারতীয় ইনিংসের মেরুদণ্ড হয়ে আরও একবার দাঁড়িয়ে গেছেন এই ব্যাটিং মায়েস্ত্রো। রান আউট হয়ে ফিরে গেছেন দীনেশ কার্তিক। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ছিল ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply