Site icon Jamuna Television

ভণ্ড কবিরাজ ওয়াস কুরুনী গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসাসহ নানা প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও অর্থ আত্মসাৎকারী এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার মুন্সিগঞ্জ থেকে এই প্রতারককে গ্রেফতার করে র‍্যাব। ভণ্ড কবিরাজের নাম ওয়াস কুরুনী। দাম্পত্য জীবনের সমস্যা, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, এমনকি কাউকে বশ করার তাবিজ- সবই পাওয়া যেতো তার কাছে। প্রায় ৩ বছর ধরে প্রতারণা করে আসছিলেন এই ভণ্ড কবিরাজ। অর্ধশতাধিক মানুষের কাছ থেকে লুটে নিয়েছেন লাখ লাখ টাকা।

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই তিনি এ প্রতারণা করতেন। তার ২০ থেকে ২২ জনের দল রয়েছে। এরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে দিতো এবং আগ্রহীদের প্রতারণার শিকার বানিয়ে তাদের কাছ থেকে ছলে-বলে-কৌশলে মোটা অংকের টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতো। গ্রেফতারের সময় তার কাছ থেকে সাপ, বিভিন্ন মন্ত্ৰ লেখা কাগজ, তাবিজের খোসা, বনাজি কাঠের লাঠি, হরিণের চামড়া, হাড়ের টুকরা উদ্ধার করা হয়।

ইউএইচ/

Exit mobile version