টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর জনজীবন। এরই মধ্যে চেন্নাইয়ে প্রাণ গেছে দুই জনের।
রাজ্য কর্তৃপক্ষ বলছে, গত দুদিন ধরে টানা বৃষ্টিতে চেন্নাই, তিরুভাল্লুর, রানিপেটসহ বিভিন্ন শহরে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও কোথাও দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম ও চেন্নাইয়ে ১৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। বিশেষ ব্যবস্থায় চলছে চিকিৎসাসহ অন্যান্য জরুরী সেবা কার্যক্রম।
এদিকে টানা বৃষ্টির কারণে বেশিরভাগ মহাসড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়েছে গেছে অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ।
/এসএইচ
Leave a reply