Site icon Jamuna Television

রাশিয়াকে ইরানের ড্রোন সহায়তায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

ইরান ইচ্ছাকৃতভাবে রাশিয়াকে ড্রোন সরবরাহের মাধ্যমে ইউক্রেনের সাধারণ মানুষ হত্যায় অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছে হোয়াইট হাউজ। এসময় ড্রোন সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। খবর এএফপির।

মঙ্গলবার (১ নভেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, তেহরান ইচ্ছাকৃতভাবে এবং খোলামেলাভাবে ইউক্রেনের নিরীহ মানুষদের হত্যায় অংশ নিচ্ছে।

কিরবি বলেন, ইরানের সরবরাহকৃত ড্রোন দিয়ে রাশিয়া সম্প্রতি কিয়েভের অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে। তবে তেহরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও পাঠাতে পারে এমন খবরের সত্যতা নিশ্চিত করেননি তিনি।

এটিএম/

Exit mobile version