এই বিশ্বকাপ উপভোগ করতে এসেছি, উপভোগ করে যাচ্ছি: সাকিব 

|

সাকিব আল হাসান।

ম্যাচ শেষে আক্ষেপ-হতাশা টিম টাইগারদের ঘিরে। অধিনায়ক সাকিব আল হাসানও মনে করেন কাছে গিয়েও পেরে উঠছে না বাংলাদেশ। তবে বিশ্বকাপ ঠিকই উপভোগ করে যাচ্ছেন বলে জানালেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, সব সময়ই প্রায় পৌঁছে যাই কিন্তু হয়ে উঠছে না। এটাই ক্রিকেট খেলা। কেউ জিতবে, কেউ হারবে। তবে আজ লিটন খুব ভালো শুরু করেছিলো। ওর ব্যাটিং আমাদের আশা জাগাচ্ছিলো।

প্রশ্ন ছিলো দলের মূল পেসারকে কেনো শুরুতেই ৪ ওভার করানো হলো। এখানেও যুক্তি ছিলো অধিনায়কের, তাসকিন ভালো করছিলো । তাই টপ অর্ডারের ভালো ব্যাটারদের আউট করতেই ওকে দিয়ে নিয়মিত করিয়েছি। উইকেট না পেলেও পাওয়ার প্লে’তে অনেক কম রানে ওদের আটকাতে সক্ষম হয়েছি।

এই ম্যাচে হার মানে বিশ্বকাপের শেষ চারে খেলা অনেকটাই কঠিন হয়ে গেলো বাংলাদেশের জন্য। কিন্তু সাকিব ম্যাচ নিয়ে আর কোন কথাই বলতে চান না। তারা এই বিশ্বকাপ উপভোগ করতে এসেছেন, সেটাই করছেন বলে জানান।

অধিনায়কের সাফ কথা, ড্রেসিং রুমে আমরা ক্রিকেট নিয়ে আর কোন কথা বলবো না। এখন রিল্যাক্স থাকবো সবাই। আমরা এই বিশ্বকাপ উপভোগ করতে এসেছি এবং উপভোগ করে যাচ্ছি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও এমন দারুণ কিছুই করতে চাইবে বাংলাদেশ, সেটি আর না বললেও চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply