কৃষ্ণ সাগর বদর দিয়ে ইউক্রেনকে শস্য রফতানির সুযোগ দেবে রাশিয়া। মস্কো আবারও সেই চুক্তিতে ফিরছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় রাশিয়া। খবর এএফপির।
রুশ প্রতিরক্ষা জানিয়েছে, কিয়েভের কাছ থেকে সামুদ্রিক কোরিডোরটি ডিমিলিটেশনের পর্যাপ্ত নিশ্চয়তা পাওয়ার পরই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বিষয়টি নিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারকে ফোন করেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চুক্তি অনুযায়ী এত দিন যে করিডর দিয়ে শস্য রফতানি হচ্ছিল, বুধবার থেকে সেভাবে আবার শস্য রিফতানি করা যাবে।
গেলো জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্ততায় শস্য রফতানির চুক্তিতে সম্মত হয় ইউক্রেন-রাশিয়া। এরপর গত সপ্তাহে সেভাস্তোপল বন্দরে ইউক্রেনের সামরিক বাহিনী হামলা করার পর রাশিয়া শস্য রফতানির চুক্তি থেকে সরে যায়।
এটিএম/
Leave a reply