শস্য রফতানি নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেইল ব্যর্থ হয়েছে: ইউক্রেন

|

শস্য রফতানি নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেইল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। তিনি বলেন, ক্রেমলিন বুঝতে পেরেছে যে রাশিয়ার অংশগ্রহণ ছাড়াও শস্য রফতানি চলতে পারে। তাই তারা চুক্তিতে ফিরে এসেছে।

বুধবার (২ নভেম্বর) রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলনে। বিবৃতিতে পোডোলিয়াক বলনে, রাশিয়া আসলে বিব্রত। কারণ তারা জানে, তাদের অংশগ্রহণ ছাড়াও রফতানি কার্যক্রম চলবে।

আরও পড়ুন: ক্রাইমিয়ায় নৌবহরে হামলায় যুক্তরাজ্যের জড়িত থাকার প্রমাণ দিতে যাচ্ছে রাশিয়া

তিনি আরও বলেন, রাশিয়া সবসময় হুমকি দিতে অভ্যস্ত। কিন্তু যদি তারা বুঝতে পারে যে অপর পক্ষ শক্ত ও দৃঢ় অবস্থানে আছে, তখন বোঝা যায় যে এসব হুমকি কেবলই আন্তর্জাতিক গণসংযোগের অংশ ছাড়া কিছু না।

নাম প্রকাশ না করার শর্তে আরেক ইউক্রেন কর্মকর্তা বলেন, রাশিয়া শস্য রফতানির চুক্তিতে ফিরে এসেছে একমাত্র তুরস্কের ক্রমাগত চাপে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply