জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত চিনির ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

আগামী জানুয়ারি মাস পর্যন্ত দেশে অপরিশোধিত চিনির ঘাটতি নেই। তবে বিদ্যুৎ ও গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সাম্প্রতিক সময়ে উৎপাদন ৩৪ ভাগ কমেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত ট্রাস্কফোর্সের সভা শেষে এসব তথ্য জানান মন্ত্রী। বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম কমছে। তবে ডলারের দাম কমলেই দেশের বাজারে সুফল মিলবে।

এ সময় চিনির সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাসের জন্য চিনি উৎপাদন কম হয়েছিল। এ জন্য দাম বাড়াতে হয়েছে। ইউক্রেন থেকে গম আমদানির অনুমতি পাওয়া গেলেও জাহাজ পাওয়া যাচ্ছে না।

সামনে খাদ্য সংকট হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। প্রধানমন্ত্রী আগেই আমাদের সতর্ক করে দিয়েছেন। এক ইঞ্চি আবাদি জমিও যাতে খালি না থাকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply