পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর হামলা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে এক বন্দুকধারী ইমরানকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে তার এক পায়ে গুলি লেগে আহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে ৩৩ রানের জয় পায় পাকিস্তান। এই জয়ে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে রয়েছে দলটির। তবে ম্যাচশেষে ড্রেসিং রুমে ফিরেই পাক অধিনায়ক বাবর আজম এই হামলার কথা জানতে পারেন।
এর পরেই পাকিস্তানকে ১৯৯২ সালের বিশ্বকাপ জেতানো সাবেক এই অধিনায়কের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইমরানের জন্য দোয়া চেয়ে নিজের ফেরিভায়েড ফেসবুক পেইজে বাবর বলেন, ‘ইমরান খানের ওপর এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ কাপ্তানকে নিরাপদে রাখুন এবং আমাদের প্রিয় পাকিস্তানকে রক্ষা করুন, আমিন।’
/এনএএস
Leave a reply