বিএনপির গণসমাবেশ: একদিন আগেই বরিশালে উপস্থিত নেতাকর্মীরা

|

সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

বরিশালে শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে শুরু হয়েছে বাস ও থ্রি-হুইলার মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার পাল্টাপাল্টি ধর্মঘট। তবে শনিবার বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এরই মধ্যে বরিশালে পৌঁছেছেন বহু নেতাকর্মী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও ভোলা থেকে বিএনপির হাজারো নেতাকর্মী সড়ক ও নৌপথযোগে বরিশালের রওনা হন। সেখানে পৌঁছে তাদের অনেকেই সমাবেশস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে রাত কাটান। আবার আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের বাড়িতেও অবস্থান নিয়েছেন অনেকে।

বিএনপির নেতাকর্মীরা জানান, পরিবহন ধর্মঘট ও পথে পথে বাধার আশঙ্কায় আগেভাগেই বরিশাল পৌঁছেছেন তারা। তাদের অভিযোগ, বিভাগীয় গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে পরিকল্পিতভাবে পরিবহন ও লঞ্চ বন্ধ করে দেয়াসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply