একদিনের মাথায় ফের হত্যাকাণ্ড ঘটলো ফিলিপাইনে। অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এবার প্রাণ হারালেন আরেক শহরের মেয়র ফার্দিনান্দ বোতে। মঙ্গলবার নিজ কার্যালয় থেকে বেরুবার সময় গুলিবিদ্ধ হন তিনি। সোমবার তানাউয়ান শহরের মেয়র অ্যান্তোনিও হালিলি নিহত হওয়ার ঠিক পরদিনই ঘটলো এই প্রাণহানির ঘটনা।
সিসিটিভির ফুটেজে দেখা যায় কার্যালয় থেকে বের হওয়ার পথে চেকপোস্টের সামনে গতিরোধ করা হয় বোতের গাড়িটির। বন্দুকধারী কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে মেয়রকে। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এমন পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন আরও কয়েকটি শহরের মেয়র ও সরকারি কর্মকর্তারা।
এদিকে প্রশাসনের ব্যক্তিরা এসব হত্যাকাণ্ডের শিকার হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে গোটা ফিলিপাইনেই। বিরোধীরা এরই মধ্যে দেশটিকে ‘মার্ডার ক্যাপিটাল অফ এশিয়া’ নামে আখ্যা দিয়েছে।
Leave a reply