চাকরি হারিয়ে টুইটারে পোস্ট, মুহূর্তেই ভাইরাল

|

ছবি: সংগৃহীত

টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকেই কর্মী ছাঁটাইয়ে উঠে পড়ে লেগেছেন ইলন মাস্ক। এরই অংশ হিসেবে শুক্রবার (৪ নভেম্বর) এক ইমেইল বার্তায় এর কর্মীদের অফিসে যাওয়া থেকে বিরত থাকতে এবং যারা অফিসে ছিল তাদের বাড়ি যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে প্রায় সাত হাজার ৫০০ কর্মীকে ছাঁটাই করার কাজ শুরু করেন ইলন।

এরই মধ্যে অনেকেই তাদের ছাঁটাইয়ের বার্তা ব্যক্তিগত ই-মেইলে পেয়ে গেছেন। ইলন মাস্কের এমন সিদ্ধান্তে অনেকেই ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

তবে টুইটারের পাবলিক পলিসি বিভাগে কাজ করা ইয়াশ আগারওয়াল নামের ভারতীয় এক যুবক বেশ উৎফুল্লভাবে নিজের ছাঁটাইয়ের খবরটি টুইট করেছেন। ২৫ বছর বয়সী ইয়াশ চাকরি হারানোয় কোনো ক্ষোভ বা দুঃখ প্রকাশ করেননি, বরং টুইটারের অফিসে কাটানো সময়ের প্রশংসা করেছেন তিনি।

শেষ দিনের মতো অফিসে এসে টুইটারের লোগো সম্বলিত দু’টি কুশন হাতে ধরে তোলা ছবির সাথে টুইটে তিনি লেখেন, এই মাত্র আমাকে ছাঁটাই করা হয়েছে। টুইটারের সাথে কাজ করতে পারা ও এ সংস্কৃতির অংশ হতে পারাটা আমার জন্য বিশাল সম্মানের। যেখানেই কাজ করুন না কেন, সে জায়গাটিকে ভালোবাসুন। আমি টুইটারকে ভালোবাসি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply