Site icon Jamuna Television

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

বিয়ে করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক (জিএস) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়ার ইসরাত বারী তৃণাকে তিনি বিয়ে করেন। বধূ তৃণা পেশায় একজন চিকিৎসক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়ার বাহাদুর হোসেন পলাশের কন্যা এবং চীন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল আলম বলেন, ইসরাত বারী তৃণা’র সাথে রাব্বানী ভাইয়ের পূর্ব পরিচয় ছিল। তৃণা চীন থেকে পড়াশোনা শেষ করেছেন এবং পেশায় একজন ডাক্তার। আজ অনেকটা ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়েছে।

খায়রুল আলম আরও বলেন, অনুষ্ঠানে তেমন বেশি অতিথি উপস্থিত ছিল না। বিকেলে নববধূকে নিয়ে গেছেন গোলাম রাব্বানী ভাই।

উল্লেখ্য, গোলাম রাব্বানী একসময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন। ডাকসু মেয়াদ শেষে টিম পজিটিভ বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করান রাব্বানী।

এটিএম/

Exit mobile version