ইংল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

|

দারুণ শুরুর পরও ১৪১ রানে থামতে হলো শ্রীলঙ্কাকে। ওপেনার নিশাঙ্কা ৬৭ রানের ইনিংস খেললেও লঙ্কান মিডল অর্ডার সুবিধা করতে পারেনি ইংলিশ বোলারদের সামনে।

দলীয় ৩৯ রানে ক্রিশ ওকসের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন অপর ওপেনার কুশাল মেন্ডিস। ফেরার আগে তিনি করেন ১৪ বলে ১৮ রান। এরপর থিতু হতে পারেনি লঙ্কান মিডল অর্ডারের কেউই। ধনঞ্জয়া ডি সিলভা ১১ বলে ৯, চারিথ আসালাঙ্কা ৯ বলে ৮, অধিনায়ক দাসুন সানাকা ৭ বলে ৩ এবং ওয়ানিদু হাসারাঙ্গা ফেরেন ৯ বলে ৯ রান করে। এরপর চামিকা করুনারত্নে ২ বলে শূন্য করে ফিরলেও ডাবল ডিজিটের দেখা পান ভানুকা রাজাপাকশে। ২২ বলে ২২ রান করে দলীয় স্কোর কিছুটা এগিয়ে নেন তিনি।

ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মার্ক উড। ৩ ওভার বল করে এই ডানহাতি পেসার ২৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। এছাড়া স্যাম কারান, ক্রিস ওকস, বেন স্টোকস ও আদিল রশিদ প্রত্যেকেই নিয়েছেন ১টি করে উইকেট।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply