বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিন জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সংকটের সমাপ্তি দেখতে চায় চীন। জার্মানির সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানের পথ খুঁজছে বেইজিং।
শনিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের সেমিনারে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য বন্ধের আশঙ্কায় অনেকেই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় না। মিয়ানমারে ফেরানো ছাড়া এ সমস্যার অন্য কোনো সমাধান নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের পানি সমস্যার সমাধানে তিস্তা নদী নিয়ে পাইলট প্রজেক্ট হতে পারে। এ নিয়ে এখনও সমীক্ষা চলছে। তিস্তা প্রকল্প নিয়ে অন্য দেশের চাপে বাংলাদেশ কিছুটা দ্বিধায় রয়েছে, ঢাকা চাইলে এটি নিয়ে কাজ করবে বেইজিং।
/এসএইচ
Leave a reply