ইমরানের খানের ওপর হামলার পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ইসিবির

|

ছবি: সংগৃহীত

ইমরান খানের ওপর হামলার পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাদের মতে, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এখনও ভয়াবহ। ইমরানের ওপর হামলার পর সমবেদনা জানিয়েছে ইসিবি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপের পর তিনটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবেন বেন স্টোকসরা। আর এ সিরিজকে সামনে রেখেই আশঙ্কা তাদের।

গত অক্টোবরে পাকিস্তানে ৭ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে ইংল্যান্ড। তবে তাদের দাবি, এখন পাকিস্তানের রাজনৈতিক অবস্থা ভয়াবহ। ইমরান খান ক্রিকেট পরিবারেরই সদস্য তাই তার ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছে গোটা ইংল্যান্ড দল।

এর আগে, ২০০৯ সালে লাহোরে হামলার শিকার হয় শ্রীলঙ্কা দল। এরপর ছয় বছর আইসিসির কোনো পূর্ণাঙ্গ দল পাকিস্তান সফরে যায়নি। অবশ্য, সম্প্রতি প্রায় সবগুলো দল পাকিস্তান সফরে গেলেও ভারত ও নিউজিল্যান্ড এখনও নেই এ তালিকায়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply