পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে উঠলো ৭ বাংলাদেশির নাম

|

ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর প্লেয়ার্স ড্রাফটে থাকা খেলোয়াড়দের নামের তালিকা। আর এবারের প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে ৭ বাংলাদেশি ক্রিকেটারের। সর্বমোট ২১৪ জন বিদেশি ক্রিকেটার রয়েছে এ তালিকায়।

শনিবার (৫ নভেম্বর) এ তালিকা প্রকাশ করে পিসিবি। জানা গেছে, বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র নাম উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসানের।

এছাড়া, ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদি হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যাটাগরি ‘এ’ তে রয়েছেন ডানহাতি ব্যাটার লিটন দাস ও পেসার এবাদত হোসেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পাকিস্তানের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে পিএসএলের অষ্টম আসর। এর আগে মুশফিক-মোস্তাফিজের খেলার অভিজ্ঞতা থাকলেও এবারের আসরে নেই তাদের নাম।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply