এক এক করে বিজ্ঞাপনদাতারা টুইটার থেকে মুখ ফিরিয়ে নেয়ার পর এবার টুইটার মালিক ইলন মাস্ক দিলেন নতুন ঘোষণা। বললেন, এখন থেকে তারকা কিংবা উচ্চপদস্থ ব্যক্তিদের সরাসরি ম্যাসেজ পাঠাতে ব্যবহারকারীকে অর্থ দিতে হবে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
খবরের সূত্র অনুযায়ী, টুইটারের প্রোডাক্ট টিম কিছু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা তারকাদের অ্যাকাউন্ট চিহ্নিত করা শুরু করেছে এবং জানায়, সাধারণ ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে তাদের সরাসরি ম্যাসেজ পাঠানোর মতো সুবিধা পাবেন।
এর আগে গেল ৪ সেপ্টেম্বর টেসলা প্রধান বলেন, মাইক্রোব্লগিং সাইটটি ৪৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণের পর বেশ কয়েকজন বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়ার ফলে টুইটারের রাজস্বে ব্যাপক পতন শুরু হয়েছে।
এটিএম/
Leave a reply