দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিচারক মুহাম্মদ সুফিয়ান আবদুল রাজাক দুই লাখ ৪৭ হাজার ডলারের মুচলেকায় নাজিবের জামিন আবেদন মঞ্জুর করেছেন। পাশাপাশি, আদালত নাজিব রাজাককে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জামিনের পর আদালত প্রাঙ্গণ ত্যাগ করার আগে নিজেকে অভিযোগ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন নাজিব।
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ’র (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের অভিযোগে মঙ্গলবার বিকালে কুয়ালালামপুরের বাসা থেকে নাজিবকে গ্রেফতার করা হয়।
আদালতে নাজিবের পক্ষে ছিল সাত সদস্যের একটি আইনজীবী দল। বুধবার কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করে তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের কারণে ফৌজদারি আইনে তিনটি ও ক্ষমতার অপব্যবহারজনিত কারণে আনা আরেকটি অভিযোগের শুনানি হয়। শুনানিকালে নিজেকে নির্দোষ দাবি করেন নাজিব।
যমুনা অনলাইন: কেআর/টিএফ
Leave a reply