ফের স্যাটেলাইট বহনে সক্ষম রকেট উৎক্ষেপণ ইরানের

|

ছবি: সংগৃহীত।

ফের স্যাটেলাইট বহনে সক্ষম রকেট উৎক্ষেপণ করলো ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার (৫ নভেম্বর) এ তথ্য প্রকাশ করে ইরান। এতে বলা হয়, নির্ধারিত কক্ষপথে ‘ঘায়েম ওয়ান হান্ড্রেড’ স্যাটেলাইট ক্যারিয়ার পাঠিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। আইআরএনএ জানায়, ৮০ কেজি পর্যন্ত ওজনের স্যাটেলাইট বহনে সক্ষম যানটি। ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার দূরের গন্তব্য পর্যন্ত যেতে পারে এটি।

রাশিয়ার সহায়তায় রকেট পাঠানোর তিন মাস পর পরীক্ষাটি চালালো তেহরান। তবে উৎক্ষেপণ কেন্দ্র সম্পর্কে এখনও জানানো হয়নি।

এদিকে, ইরানের দূরপাল্লার ব্যলেস্টিক প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, পরমাণু অস্ত্র বহনের কাজে রকেট ব্যবহারের শঙ্কা রয়েছে। তবে তা অস্বীকার করে তেহরানের পাল্টা দাবি, বেসামরিক প্রতিরক্ষা ও টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যেই এ কর্মসূচি চালানো হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply