পপস্টার অ্যারন কার্টারের মৃত্যু, ক্যালিফোর্নিয়ার বাড়িতে মেলে মরদেহ

|

মাত্র ৩৪ বছর বয়সে মারা গেলেন খ্যাতিমান মার্কিন গায়ক ও র‍্যাপার অ্যারন কার্টার। শনিবার (৫ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়ির বাথরুমে মেলে তার মরদেহ। খবর রয়টার্সের।

বিখ্যাত ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ তারকা নিক কার্টারের ভাই ছিলেন অ্যারন। শৈশবেই তারকা খ্যাতি পাওয়া অ্যারন গানের জগতে প্রবেশ করেন ব্যাকস্ট্রিট বয়েজের সাথে পারফর্ম করে। পরবর্তীতে একক শিল্পী হিসেবে পেয়েছেন ঈর্ষনীয় সাফল্য।

১৯৯৭ সালে মাত্র ৯ বছর বয়সে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম। যা বিক্রি হয় মিলিয়ন মিলিয়ন কপি। একে একে কিশোর অ্যারনের বেশ কয়েকটি অ্যালবাম আলোড়ন তোলে বিশ্বে। উচ্ছৃংখল জীবনযাপনের জন্য সমালোচিতও হয়েছেন এই পপস্টার। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন মাদক পুনর্বাসন কেন্দ্রে। বেপরোয়া গাড়ি চালানোয় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। ট্যাক্স জটিলতা ও ঋণের বোঝায় ২০১৩ সালে দেউলিয়াও হতে হয় অ্যারনকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply