গণতন্ত্র পুনরুদ্ধারে সব দেশপ্রেমিক জনগণকে নিয়ে যুগপৎ আন্দোলন করবে বিএনপি। এটাই দলের চূড়ান্ত সিদ্ধান্ত; বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দল কোন দিকে যাবে বা কার সঙ্গে জোট করবে, তা আন্দোলনের ধারাই বলে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ বিষয়ক নাগরিক ঐক্যের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের রক্তে সন্ত্রাস আর লুটপাট। দেশকে লুটেরার রাজত্বের পরিণত করেছে তারা। আওয়ামী লীগ দেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে জাতিকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ।
এ সময় এই সংকটে বিএনপির পাশে থাকার কথা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে।
আরও পড়ুন: সমালোচনা করা ছাড়া উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ নেই বিএনপির: ওবায়দুল কাদের
/এম ই
Leave a reply