‘এগিয়ে যেতে হলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে’

|

যুগোপযোগী প্রশিক্ষণের মধ্য দিয়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

আজ বুধবার বিকেলে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআর’এর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে রাষ্ট্রপতির ভাষণে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর কোন একক দেশের সমস্যা নয়। তথ্যপ্রযুক্তি ও কৌশলগত উৎকর্ষ সাধনের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হলে অতীত ইতিহাস ও ঘটনাপ্রবাহ থেকেও শিক্ষা নিতে হবে। অতীতের ন্যায় দেশের যে কোন সংকটে কতর্ব্যপরায়ণতা ও নিষ্ঠায় অবিচল থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এসময় আরও উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুনসহ সেনাবহিনী ও পিজিআরের উর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply