সেরা চারে না থাকলেও র‍্যাঙ্কিং দিয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে চলতি আসরের দুই গ্রুপের শীর্ষ আট দল। গ্রুপ টু’তে বাংলাদেশকে টপকে চার নম্বরে উঠে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে নেদারল্যান্ডস। আর সাকিব আল হাসানের দল বিশ্বকাপ মিশন শেষ করলো গ্রুপের ৫ম দল হিসেবে। তবে বিকল্প উপায়ে বাছাইপর্ব না খেলেই ২০২৪ সালের আসরে যেতে পারবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ায় শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। গ্রুপ ওয়ানের শীর্ষ চার দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা। আর গ্রুপ টু থেকে সেরা চার দল হচ্ছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অঘটন ঘটানো নেদারল্যান্ডস। এই আটটি দল সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটিতে। গ্রুপ টু’তে পাঁচ নম্বরে থাকায় সেই সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ।

তবে, ২০ দলের সেই বিশ্বকাপে এই আট দলের সাথে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রও খেলবে সরাসরি। এই ১০ দলের সাথে যুক্ত হবে বাছাইপর্ব খেলে আসা আটটি দল। ২০ দলের বাকি দুই দল বর্তমান আইসিসি র‍্যাঙ্কিংয়ের ক্রম অনুযায়ী আসবে। র‍্যাঙ্কিংয়ের কাট অফ টাইম ধরা হয়েছে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। আগের ৮ দলের অংশগ্রহণ বর্তমান বিশ্বকাপের পারফরম্যান্সেই নির্ধারণ হয়ে যাওয়ায় ৯ নাম্বারে থাকা বাংলাদেশ ও ১০ নাম্বারে থাকা আফগানিস্তানের সরাসরি বিশ্বকাপ খেলায় বাধা থাকছে না।

তালিকায় ১১ ও ১২ নম্বরে থাকা জিম্বাবুুয়ে ও আয়ারল্যান্ডের সামনেও সুযোগ ছিল বাংলাদেশকে টপকে যাওয়ার। কিন্তু ১৪ নভেম্বরের মধ্যে কোনো ম্যাচ না থাকায় সেই শঙ্কাও নেই। আপাতত এটাই স্বস্তির খবর সাকিব আল হাসানদের জন্য।

আরও পড়ুন: আদৌ ‘ইন্টেন্ট’ ছিল, নাকি এটাই বাংলাদেশের সামর্থ্য?

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply