মেসিকে ছাড়াই পিএসজিকে জেতালেন নেইমার

|

লরিয়াঁর বিপক্ষে গোল করে এবং করিয়ে পিএসজির জয় বের করে আনলেন নেইমার। ইনজুরিতে থাকা লিওনেল মেসিকে ছাড়াই রোববার মাঠে নামে পিএসজি। গ্রুপ পর্বের ১৪-তম রাউন্ডের খেলায় দারুণ ছন্দে থাকা লরিয়াঁর বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় প্যারিস সেইন্ট জার্মেই। ম্যাচের ৭ মিনিটে প্রথম সহজ সুযোগটি নষ্ট করেন নেইমার। এর মিনিট দুয়েক পর আবারও সুযোগ আসে এই ব্রাজিলিয়ানের কাছে। হুগো একিতিকে নিজে গোল না করে বল বাড়িয়ে দেন নেইমারের কাছে। এবার আর ভুল করেননি এই ব্রাজিলিয়ান সেনসেশন।

প্রথমার্ধে আরও কিছু সুযোগ পেয়েছিলো পিএসজি। তবে এমবাপ্পে, রামোসরা মিসের মহড়ায় মেতে উঠলে ১-০’র লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচে ফিরে আসে লরিয়াঁ। ৫৩ মিনিটে গোল করেন দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড তেরেমাস মোফি।

ম্যাচে জয় পেতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। একাধিক পরিবর্তন আনেন ক্রিস্তফ গালতিয়ের। যার ফল পেতে খুব বেশি সময় লাগেনি টেবিল টপারদের। ৮১ মিনিটে নেইমারের পাস থেকে এবার স্কোর শিটে নাম তোলেন দানিলো পেরেইরা।

এই জয়ের ফলে ১৪ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট শীর্ষে থাকা পিএসজির। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে লরিয়াঁ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply