Site icon Jamuna Television

ড্রোন সরবরাহ নিয়ে মিথ্যা বলছে ইরান, দাবি জেলেনস্কির

প্রথমবারে মতো ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রির কথা স্বীকার করেছে। কিন্তু তাদের দাবি, তেহরান এ সকল ড্রোন রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর বেশ কয়েক মাস আগে বিক্রি করেছে। তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমি জেলেনস্কির দাবি, মিথ্যা বলছে ইরান। খবর আল জাজিরার।

শনিবার (৫ নভেম্বর) জেলেনস্কি ইরানের এ দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। বলেন, ইরান যে কিছু ড্রোন সরবরাহের কথা বলছে, তার চেয়ে অনেক বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তারা স্বীকারোক্তি দিয়েও মিথ্যা বলছে। তিনি আরও বলেন, তারা যতো মিথ্যা বলবে আন্তর্জাতিক সম্প্রদায় তত বেশি বুঝবে এ দুই দেশের মধ্যে সন্ত্রাসী সহযোগিতা রয়েছে।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো ফেসবুকে লিখেছেন, ইরানের বোঝা উচিত এই আগ্রাসনে যোগ দিয়ে প্রাপ্ত সুবিধার চেয়ে অসুবিধা বেশি ভোগ করতে হবে।

এর আগে শনিবার তেহরানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান দাবি করেন, তারা রুশ বাহিনীকে যুদ্ধ শুরুর কয়েক মাস আগে কিছু সংখ্যক ড্রোন দিয়েছিলো। এছাড়া জানান, ভবিষ্যতে সারফেস টু সারফেস মিসাইলও দেয়া হতে পারে।

এটিএম/

Exit mobile version