Site icon Jamuna Television

শিশু নির্যাতন রোধে ক্যাথলিক চার্চ যথাসাধ্য কাজ করে যাচ্ছে: পোপ ফ্রান্সিস

শিশু নির্যাতন রোধে ক্যাথলিক চার্চ যথাসাধ্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে তিনি কিছু ত্রুটি থাকার কথাও স্বীকার করেন। খবর এফএফপির।

রোববার (৬ নভেম্বর) বাহরাইন থেকে ফেরার সময় বিমানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বলেন, চার্চের ভেতরে শিশু নির্যাতনের ঘটনা দুঃখজনক।

৮৫ বছর বয়সী আর্জেন্টাইন এ ধর্মীয় নেতা বলেন, আমরা যথাসাধ্য কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু মানুষ আছে যারা এ বিষয়টিকে বুঝতে চাইছে না। তিনি আরও বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা সাহসের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।

৮০ দশকের শেষের দিকে সারা পৃথিবীতে চার্চে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে। চার্চে এ ধরনের কার্যক্রম রোধে পোপ জিরো টলারেন্স নীতিও অনুসরণ করতে বলেন।

এটিএম/

Exit mobile version