রুশ দখলকৃত খেরসন অঞ্চলে বন্ধ বিদ্যুৎ ও পানি সরবরাহ।পুতিন প্রশাসনের দাবি, উৎপাদন কেন্দ্রগুলোয় চালানো হয়েছে নাশকতা। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত তথ্য অনুসারে, হামলায় ক্ষতিগ্রস্ত কা-খোবকা জলবিদ্যুৎ প্রকল্প। সে কারণেই প্রধান তিনটি বিদ্যুৎ লাইনে নেই সংযোগ। যার প্রভাবে খেরসনসহ আশপাশের ১০টি এলাকা সাময়িকভাবে অন্ধকারে। পরিস্থিতি স্বাভাবিকে চলছে জোর তৎপরতা।
গেলো মাসেই মস্কো জানিয়েছিলো, খেরসনে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। হামলা থেকে রক্ষায় হাজার-হাজার মানুষকে সরানো হয় নিরাপদ আশ্রয়ে। সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে যে চারটি ইউক্রেনীয় অঞ্চলকে নিজ ভূখণ্ডের অংশ দাবি করেছিলো রাশিয়া, খেরসন তার অন্যতম। যুদ্ধের আগেও শহরটিতে বাস করতেন ২ লাখ ৮০ হাজার মানুষ।
এটিএম/
Leave a reply