ছাঁটাইকৃত কর্মীদের একাংশকে আবারও ফেরার আহ্বান টুইটারের

|

ছবি: সংগৃহীত।

ছাঁটাই করা কিছু কর্মীদের আবারও কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে টুইটার। চাকরি হারানোর পর ফের কর্মস্থলে যোগদানের সুযোগ পেয়ে টুইট করেন প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মী। সেখান থেকেই সামনে আসে বিষয়টি। খবর এনডিটিভির।

এ নিয়ে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলবশত তাদের কাছে ছাঁটাইয়ের মেইল পাঠানো হয়েছিল। এ ছাড়া, যাদের ফিরে আসতে বলা হচ্ছে তাদের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন যাদের কর্মদক্ষতা ভালোভাবে যাচাই করা হয়নি। টুইটারের নতুন কর্মপদ্ধতির পক্ষে তারা উপযোগী কিনা, তা যাচাই না করেই বাদ দেয়া হয়েছিল। তাই আবারও তাদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

এর আগে কর্মী ছাঁটাই ইস্যুকে কেন্দ্র করে নিজেদের সব কার্যালয় অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে টুইটার কর্তৃপক্ষ। এর পাশাপাশি কর্মীদের অভ্যন্তরীন অ্যাকসেস সুবিধাও বাতিল করা হয়। জানানো হয়, পরে ইমেইলের মাধ্যমে তাদেরকে জানানো হবে যে তাদেরকে ছাঁটাই করা হয়েছে কিনা। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, গত ৩ নভেম্বর রাতে পাঠানো ওই ইমেইলে টুইটারকর্মীদের জানানো হয়, টুইটারকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে আমরা আমাদের বৈশ্বিক কর্মীর সংখ্যা কমিয়ে আনবো। ঠিক কী পরিমাণ কর্মীকে রাখা হবে তা ৪ নভেম্বর রাতের মধ্যে জানিয়ে দেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply