বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ চোরা শিকারি গ্রেফতার

|

ছবি: প্রতীকী

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ ১ চোরা শিকারিকে গ্রেফতার করেছে বাগেরহাট গোয়েন্দা পুলিশ।

জেলা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার খারদ্বার এলাকার দাসপাড়া মোড় এলাকা হতে আ. সাত্তার ওরফে তায়েব আলী সানাকে (৬১) হরিণের মাংসসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সত্তার সাতক্ষীরা জেলার আশা শুনি এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি সাদা রঙয়ের প্লাস্টিকের বস্তায় মোড়ানো একুশ কেজি হরিণের মাংসসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবত সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস নিজ দখলে রেখে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।

তিনি আরও বলেন, আসামি সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য। হরিণের মাংস বিক্রয়ের অপরাধে ১৯২৭ সালের বন আইন অনুযায়ী সে অপরাধ করেছে। আসামি সত্তারের নামে বাগেরহাট সদর থানার একই অপরাধে একাধিক মামলা রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply