রায়োর কাছে হেরে টেবিলের দুইয়ে নামলো রিয়াল

|

ছবি: সংগৃহীত

লা লিগায় চলতি আসরে প্রথম পরাজয় জুটলো রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোর কাছে ৩-২ গোলে হেরে গেছে স্প্যানিশ জায়ান্টরা। কার্লো আনচেলত্তির শিষ্যরা এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো।

রায়ো ভায়েকানোর মাঠ স্তাদিও দে ভায়েকাসে করিম বেনজেমা ও টনি ক্রুজকে ছাড়াই খেলতে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের পঞ্চম মিনিটেই লিড নেয় রায়ো ভায়োকানো। দারুণ ভলিতে স্কোরশিটে নাম তোলেন মিডফিল্ডার সান্তি কমেসানা। এরপর আক্রমণ শানায় দুই দলই। ৩৭ মিনিটে মার্কো আসেনসিও ফাউলের শিকার হলে ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। স্পটকিকে দলকে সমতায় ফেরান লুকা মডরিচ। মিনিট চারেক পর ডিফেন্ডার এডার মিলিতাওর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে বিরতির আগেই বুলেট গতির শটে ভায়োকানোকে সমতায় ফেরান আলভারো গার্সিয়া।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে দারুণ লড়াইয়ের উপলক্ষ রেখে বিরতিতে যায় দুই দল। তবে গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। রায়োর প্রেসিংয়ে যুতসই আক্রমণ করতেই সংগ্রাম করেছে লস ব্লাঙ্কোসরা। উল্টো, ৬৪ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিক দল। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও ফিরতি শটে ভায়োকানোর ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন ত্রেহো। আর তাতেই শীর্ষে ফেরার সুযোগ হারালো রিয়াল। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে এখন মড্রিচ-ভিনিসিয়াসরা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply