কাতারে নিজ দেশের ৬ হাজার সমর্থককে নিষিদ্ধ করলো আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

উগ্র সমর্থক কিংবা অবৈধ কোনো সংগঠনের সাথে যুক্ত এবং, খাবার খেয়ে বিল না দেয়া ৬০০০ জন আর্জেন্টাইনকে কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে যাওয়ার ব্যাপারে নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা সরকার। খবর ইএসপিএনের।

সোমবার (৭ নভেম্বর) বুয়েনস এইরেস শহরের বিচার ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্সেলো ডি আলেহান্দ্রো স্থানীয় একটি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বুয়েনস এইরেসে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারা কাতারেও সেসব করতে পারে। আমরা ফুটবল মাঠে শান্তি ফিরিয়ে আনতে চাই। তাই এই উগ্র সমর্থকদের কাতার স্টেডিয়ামে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ছবি: সংগৃহীত

মার্সেলো ডি আলেহান্দ্রো আরও বলেন, নিষিদ্ধের তালিকায় আছে ‘বারাস’ (উগ্র সমর্থক), সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেয়া সমর্থক, ‘ট্রাপিটোসে’ (নিষিদ্ধ ব্যবসা) নিয়োজিত সংগঠনের ব্যক্তি এবং রক্ষনাবেক্ষণের অর্থ যারা বকেয়া রাখে।

বুয়েনস এইরেস শহরের বিচার ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেন, কাতারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্জেন্টিনা থেকেও পুলিশ প্রেরণ করা হবে। তারা কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

আরও পড়ুন: টুইটারে মন্তব্য দেখে দল সাজাইনি আমি, আলভেসের ডাক পাওয়া প্রসঙ্গে তিতে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply