কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রীরা। অপরাজেয় বাংলা থেকে দুপুরে মিছিলটি শুরু হয়। সেখান থেকে বাণিজ্য অনুষদ ঘুরে বিজয় একাত্তর হলের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে। এরপর ভিসির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে লাইব্রেরির সামনে অবস্থান নেয়। এরপর মিছিলটি রাজু ভাস্কর্যে যায়। পরে মিছিলটি রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে নতুন কোন কর্মসূচি না দিলেও কোটা আন্দোলনকারীদের হয়রানি না করা ও মুক্তির দাবি করেছেন ছাত্রীরা।
অন্যদিকে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সংগঠক মশিউর রহমানের মুক্তির দাবিতে। তার মুক্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন সমাজ বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীরা।
Leave a reply